ধানমন্ডি সোসাইটির সহযোগিতায় মশার উৎপত্তিস্থলে  মশক নিধন কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

২৫-০৪-২০২৫ ইং, রোজ শুক্রবার সকাল ৭.৩০ ঘটিকায় ধানমন্ডি আবাসিক এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উদ্যোগে এবং ধানমন্ডি সোসাইটির সহযোগিতায় মশার উৎপত্তিস্থলে  মশক নিধন কার্যক্রম ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী এবং র‍্যালির আয়োজন করা হয়।স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মো. রেজাউল মাকছুদ জাহেদী এ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া এর উপস্থিতিতে বর্জ্য ব্যবস্থানা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং ধানমন্ডি সোসাইটি এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সকল বিভাগীয় প্রধান এবং ধানমন্ডি সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।